About

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বইমেট মানে এখানে বই+মেট অর্থাৎ বই – সঙ্গী/সহচর। বইমেট.কম এর শ্লোগান হল বই প্রকৃত বন্ধু। একমাত্র বই পাঠকের সাথে একান্তে নিবৃতে কথা বলে যায়। বইয়ের কথা গুলো গেঁথে যায় পাঠকের অন্তরে। জ্ঞানার্জনের মাধ্যম বই। বই পাঠ ছাড়া মানুষ সত্যিকারার্থে সফলতার আলোয় আলোকিত হতে পারে না।

সৃষ্টির শুরু থেকে মহান রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাব পাঠিয়েছেন মানুষকে দিক নির্দেশনা দেখানোর জন্য। প্রিয় নবী রাসূলে আকরামের ﷺ কাছে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত পাঠানো ওহি হচ্ছে, ইকরা অর্থাৎ পড়ূন। মহান প্রতিপালক রবের নামে পড়ার তাগিদ দেওয়ার মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সূচনা। পবিত্র আল কুরআন সৃষ্টির সেরা গ্রন্থ। ইসলামকে জানতে হলে, জীবনের সব পর্যায়ে দ্বীনকে মানতে হলে জানার বিকল্প নেই। জানতে হলে জ্ঞান অন্মেষণ করতে হবে। তাই বই পড়ার বিকল্প নেই।

তেমনি ইসলামিক বইগুলো সবার হাতের কাছে পৌছে দিতে বইমেটের যাত্রা। বইমেট.কম ফ্রি ইসলামিক বাংলা পিডিএফ ডাউনলোড ওয়েবসাইট। আমাদের উদ্দেশ্যই কুরআনসুন্নাহর আলোকে প্রকাশিত সকল বইসমূহ শেয়ার করা। সম্পূর্ণ হারাম বিজ্ঞাপনমুক্ত স্মুথ ব্রাউজিং সুবিধা পাচ্ছেন বইমেট-এ। আমরা চেষ্টা করছি প্রতি পোস্টে বইয়ের সূচিপত্রের ছবিসহ দিতে যাতে করে ব্যবহারকারীরা বই ডাউনলোড করার আগেই বই সম্পর্কে ধারণা পেয়ে যান। এছাড়া বই সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য বা রিভিও থাকছে। তাহলে সংক্ষেপে বইমেটের ফিচারগুলো দেখে নেই:

  • সম্পূর্ণ হারাম বিজ্ঞাপনমুক্ত ওয়েবসাইট
  • পোস্টের সাথে বইয়ের সূচিপত্রের ছবি
  • বই সম্পর্কিত রিভিও বা তথ্য
  • অনলাইনে বই পড়ার সুবিধা
  • সহজ ডাউনলোড সিস্টেম
  • ডাউনলোড লিংকগুলো ফাস্ট সার্ভারে স্টোর করা যেমন: গুগল ড্রাইভ ইত্যাদি।

বইমেটের সকল পিডিএফ অনলাইন থেকে সংগ্রহ করা। আমরা নিজেরা কোনো পিডিএফ স্ক্যান করিনা। সকল কৃতজ্ঞতা যারা কষ্ট করে বইগুলো পিডিএফ করেছেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান করুন।

আরও পড়ুন: অনলাইনে পিডিএফ ডাউনলোড করা ও পড়া কি জায়েজ?

চেষ্টা করছি প্রতিনিয়ত পিডিএফ আপলোড করে যাওয়ার জন্যে। মহান আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ, বইমেট কে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক পিডিএফ ডাউনলোড ওয়েবসাইট বানানোর ইচ্ছা আচ্ছে। সোশ্যাল মিডিয়াগুলোতে বইমেটের সাথে যুক্ত হোন বইমেটের সাথে।

যেকোনো সমস্যায় মেইল করুন বইমেটকে এই ঠিকানায় [email protected]