ইমাম বায়হাকী
আবু বাকর আহমাদ ইবনে হুসাইন ইবনে ‘আলী ইবনে মুসা আল-খোসরোযেরদী আল-বায়হাকী, (البيهقي) ইমাম আল-বায়হাকী (Imam Bayhaqi) নামে সমাধিক পরিচিত, ৯৯৪ ঈসায়ী সন মোতাবেক ৩৮৪ হিজরি সালে সাবযেভারের নিকটে একটি ছোট্ট শহর খোসরোযেরদে জন্ম গ্রহণ করেন যা তখন খুরসানের বায়হাক নামে পরিচিত ছিল। তিনি তার জীবদ্দশাতেই, একজন প্রসিদ্ধ হাদীছ শাস্ত্রবিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন, এবং তিনি ছিলেন শাফি আশ’আরী থিওলজির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
বাংলা ফ্রি পিডিএফ বই ডাউনলোড