আবদুল্লাহ আল মাসউদ
![Abdullah Al Masud Abdullah Al Masud](https://boimate.com/wp-content/uploads/2024/10/Abdullah-Al-Masud-250x250.jpg)
আবদুল্লাহ আল মাসউদ একজন লেখক, অনুবাদক এবং গবেষক যিনি ১৯৯২ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার যাত্রাবাড়ি বড় মাদরাসা থেকে তাকমীলে হাদীস এবং উচ্চতর হাদীস গবেষণা (উলূমুল হাদীস) ও ইসলামি আইন (ইফতা) বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং আলহাইআতুল উলইয়া কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। তিনি বিশেরও অধিক বই লিখেছেন, অনুবাদ করেছেন এবং সম্পাদনা করেছেন। তিনি লেখালেখির মাধ্যমে ইসলাম ও মুসলিমদের সেবা করতে আগ্রহী।
বাংলা ফ্রি পিডিএফ বই ডাউনলোড