মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী
আব্দুল মাজেদ দরিয়াবাদি (১৬ মার্চ ১৮৯২ – ৬ জানুয়ারি ১৯৭৭) ছিলেন একজন ভারতীয় মুসলিম লেখক, যিনি কুরআন সম্পর্কে বিশিষ্ট ছিলেন। দরিয়াবাদি সক্রিয়ভাবে খিলাফত আন্দোলনের; রয়্যাল এশিয়াটিক সোসাইটি, লন্ডন; আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়; দারুল উলুম নদওয়াতুল উলামা, লখনউ; শিবলী একাডেমি, আজমগড়, সহ অন্যান্য বেশ কয়েকটি প্রধান ইসলামী ও সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দরিয়াবাদি প্রথম জীবনে নাস্তিক ছিলেন; পরবর্তীতে আশরাফ আলী থানভীর দ্বারা প্রভাবিত হন। ইংরেজিতে কুরআনের উপর বিস্তৃত ভাষ্য প্রদানের পাশাপাশি, দরিয়াবাদি উর্দুতে একটি স্বাধীন তাফসীরও লিখেছেন যা তাফসীরে মাজেদী (ইসলামী গবেষণা ও প্রকাশনা একাডেমি, লখনউ) নামে প্রকাশিত। তিনি ১৯৫০ সালে হাকীম-উল-উম্মত গ্রন্থ রচনা করেন। ১৯৪৩ সালে তিনি মুহাম্মদ আলী জাতীর ডায়েরি নামক একটি জীবনীও রচনা করেন।
বাংলা ফ্রি পিডিএফ বই ডাউনলোড